• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শ্রীপুরে নিখোঁজের দুই পর পুকুরে ভেসে উঠল কিশোরের লাশ

  • ''
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে  নিখোঁজের দুই দিন পর পুকুরে ভেসে উঠেছে এক কিশোরের  লাশ। বুধবার সকালে  উপজেলার মাওনায় পিয়ার আলী  কলেজের পিছনে পুকুরে লাশটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই ইসমাইল হোসেন জানান। নিহত ওই কিশোরের নাম সিয়াম(১৪)। সিয়াম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চরকাটিহারি গ্রামের কনক মিয়ার ছেলে।নিহত কিশোরের বাবা স্থানীয় ইজ্জত আলী ফকিরের বাসায় ভাড়া থেকে মাওনা চৌরাস্তায় মুরগির ব্যাবসা করতো।

 স্বজনদের বরাতে এসআই ইসমাইল হোসেন বলেন,সোমবার  দুপুরে ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সিয়াম । এরপর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। বুধবার সকাল ৭টায় পিয়ার আলী কলেজের পুকুরে সিয়ামের মরদেহ দেখতে পায় তাঁর মামা জাহাঙ্গীর । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তর পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান। নিহতের বাবা মাওনা চৌরাস্তার মুরগির ব্যবসায়ী কনকন মিয়া  বলেন,নিখোঁজের দুই দিন পর পুকুর ভেসে উঠেছে ছেলের লাশ। “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে  সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি আসামিদের ফাঁসি চাই।

নিহতের মামা জাহাঙ্গীর বলেন,পিয়ার আলী কলেজ পুকুরটি আমি ইজারা নিয়েছি ।বুধবার সকালে পুকুর পাড়ে এসে পানিতে লাশ ভাসতে দেখি।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads